কেন এত চুপচাপ
আর নাই ধার আর
ধার করা মহাপাপ
আগে নাই জানা তাঁর।

ধার করা বোকামি
কেন হাত আগুনে
আগুনে ঝলসানো হবে
জীবন অকারণ।

ধারের কাছে যেও না
অপমান হয়ো না
একটু একটু সঞ্চয়ে হবে
তোমার অনেক আয়।

ভেবে চিন্তে কাজ করো
মাথায় বোঝা নিও না
চুপে চুপে থেকে যাও
হবে তোমার অনেক জয়

তারিখ: ২৯-০৫-২০২২
সময়: সকাল ১১:০০ টায়
দিনাজপুর।