হে প্রভু দাও একটু
আমি মানবজাতি
দাও একটু বসুমতিতে ঠাঁই
আমি কি নদী..?
স্রোতের মতো ভাসবো।

আমি কি পাখি..?
আকাশে উড়বো
আমি কি কচুরিপানা
জলে ভাসবো।

আমি কি বাতাস..?
লাগাবো গায়ে ধাক্কা
আমি বসুমতিতে ঠাঁই নেওয়া
মানব জাতি।

আমি কি কোকিল.?
বসন্তে সুমধুর কন্ঠে
গাইবো গান..!
আমি কি বকের সারি একজন
খুঁজে খুঁজে খাবো।

কিছুই হতে পারবো না
তাই দিও একটু ঠাঁই
হে সর্বশক্তিমান
গাইবো শুধু তোমারই গান।।

তারিখ: ০৭-১২-২০২১
সময়: দুপুর ১২:২০ টায়
দিনাজপুর।