সাজো তুমি মেঘ
দাও একটু বৃষ্টি
কেন করো অভিমান
শুকিয়ে আছে পৃথিবীটা।

হচ্ছে অনেক ক্ষতিটা
ভিজিয়ে দাও পৃথিবী
অভিমান দূর করো
হাসি ফুটুক মুখে
বৃষ্টি আসুক জোরে।

ব্যাঙের গলা শুকিয়ে গেছে
ভ্যাপো বাঁশি বাজে না গলায়
ঝোপের কোণে লুকিয়ে আছে
বৃষ্টি পড়লেই দেখা দিবে।

বাজবে বাঁশি ভ্যাপুর সুরে
কানে আসবে বাঁশির আওয়াজ
শুনতে অনেক মধুর লাগে।।

তারিখ: ০৭-০৫-২০২৩
সময়: সন্ধ্যা ৭:৩৫ টায়