পিতা ধৃতরাষ্ট্র মাতা গান্ধারীর পুত্র
কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের
একশত পুত্র মারা যায়
জন্মান্ধ পিতা নিজের চোখে
কিছু দেখতে পারেননি।

সঞ্জয় ছিলেন তার সারথী
যুদ্ধে কি কি ঘটছে..?
সব ধৃতরাষ্ট্রকে বলছিলো
শক্তিশালী পুত্র দুর্যোধন ও
যুদ্ধে জীবন হারালো।

ভেবেছিলো সবাই এই
শক্তিশালীকে মারতে পারবে না
তাদের পক্ষে জয় হবে
সব পুত্রের জীবননাশ হলো।

রাজ্য হারালো
গান্ধীরী শোকে পাথর
শ্রীকৃষ্ণকে অনেক ভৎসনা
করতে লাগলো।

ন্যায় অন্যায় সবকিছু দেখে
সৃষ্টিই ব্যবস্থা নেন।।

তারিখ: ০৩-০২-২০২২
সময়: রাত্রি ০৮:৪০ টায়