এতকিছু জানি আমি
কেন তবে ভুল করি
মনটা যে ছুটে যায়
বাতাসের আগে আগে।

করতে চাই ভালো কাজ
কোন দানব বাসা বাঁধে
জোর করে মনেতে
করে যায় জেনে শুনে
বড় ক্ষতি আমি তাই।

ভাবি আমি এইবার
করিব না ভুল কাজ
মনটা যে কি বাধা
তাহা দুষ্কর।

জেনে শুনে বারবার
হতে থাকে ভুল কাজ
ভুলে ভুলে জীবন যাবে
এত জেনে কি হলো।।

রচনাকাল: ০৭-০৭-২০২১
সময়: রাত্রি ১২:৩০ টায়