যেদিকে তাকাই সেদিকেই নদী
কোথাও দাঁড়াবার ঠাঁই নাই
নৌকার পাড় হলেই
ডাঙ্গা পাওয়া দুষ্কর।

থাকতে হবে নৌকায়
এভাবে জীবন কিভাবে কাটবে
কাটাতেই হবে
উপায় কি..?
ডাঙ্গা মিলবে যখন
নদীর মুখ শুকাবে।

তখন ডাঙা মিলবে
আবার প্রান ফিরে পাবে
ধৈর্য দেখাতে হবে
সব মিলবে সব ঘুঁচবে।।

তারিখ: ২২-০৮-২০২২
সময়: রাত্রি ০২:৩০ টায়
দিনাজপুর।