দিনটা খুঁজে কি হবে
দিন তো গত হয়ে যাবে
দিন ধরে লাভ নাই
দিন ফুরায়ে সন্ধ্যা হয়।

দিন করে আসা যাওয়া
ধরা যায় না কোনকালে
দিনগুলো থাকে অধিক চেয়ে
কখন ডুববে বেলা খানি।

বিশ্রাম নেই সারারাত
আবার ফুটবে সকালবেলা।।

তারিখ: ১২-০৫-২০২২
সময়: রাত্রি ৮:০০ টায়
দিনাজপুর।