হাত জোড় নমস্কার
অভিনন্দন জানাই
হাত জোড় আপত্তি
অপারগতা জানাই।

হাত জোড় অনুরোধ
কাকুতি জানাই
হাত জোড় ভিক্ষা চাই
সাহায্য চায়।

হাত জোড় বাঁচতে চাই
জীবনটা কেড়ে নিও না
হাত জোড় দেই
অনেক ইঙ্গিত।

জোড় হাতের অনেক শব্দ
জোড় হাত অনেক বাঁচায়
আর শরীরের কোন অংশ
ভঙ্গিমা দেখাতে পারে না।।

তারিখ: ২০-০৮-২০২২
সময়: দুপুর ১:০০ টায়
দিনাজপুর।