বধূর পায়ে ঝুমুর বাজে
যাচ্ছে বধূ জল আনিতে
যাচ্ছে বধূ নদীর ঘাটে
ভরবে জল নদী থেকে।

হেলে দুলে যাচ্ছে হেঁটে
বাজছে ঝুমুর ঝনাঝন
ঝুমুর পেয়ে বধূ হাসে
অনেক খুশি ঝুমুর পায়ে।

বধূর পায়ে বাজনা শুনে
পথচারী দেখছে চেয়ে
পথচারী ভাবছে মনে
কাল সকালে আনবো কিনে।

বাজার থেকে ঝুমুর
আমার বধূ পুত্রবধূ
দিবে পায়ে ঝুমুর
ঝুমুর ঝুমুর ঝুমুর পায়ে
কানে লাগবে তালা।

বলবে সবাই একি হলো
ঝুমুরে দেশটা যাবে ভরে
সব বধূরা চাই এখন
বায়না তাদের ঝুমুর ঝুমুর।।

তারিখ: ০৫-০৩-২০২২
সময়: রাত্রি ৮:০০ টায়
দিনাজপুর