আজ দশমীর মধ্যে দিয়ে,
জগদ্ধাত্রী পূজা সমাপ্তি হলো
মা ষষ্ঠী তিথিতে এসেছিলেন
দশমীর দিন সব ভক্তদের সাথে
দেখা করে আবার;
দেবলোকে চলে গেলেন।

মা দুর্গার মতো পাঁচটি তিথিতেই
পূজা নিয়ে থাকেন
এসেছিলেন মর্ত্যে দেবলোক হয়ে,
মা চতুর্ভূজা ত্রিনয়নী সিংহ বাহন
সিংহের পায়ের নিচে অসুর চাপা পড়ে আছে।

সব দেবী অসুরকে বধ করতে আসে
অসুরের অত্যাচারে পৃথিবীটা ভরে গিয়েছিলো
একে একে তাদের দমন করেছে
দূর্গা কালী জগদ্ধাত্রী।

বিশেষ করে বঙ্গদেশে,
এই পূজার প্রচলন বেশি
সনাতন ধর্মালম্বীরা দেশের বিভিন্ন স্থানে;
ঘটা করে এই পূজা দিয়ে থাকেন
দেবীর চরণে নমস্কার রেখে গেলাম।‌।

রচনা কাল: ২৪-১১-২০২০
সময়: সন্ধ্যা ৬:৪০ টায়
দিনাজপুর।