কারো জন্য কেউ না
সবার জন্য প্রভু আছে
চেয়ে থেকো না কারো জন্য
সৃষ্টি কে স্মরণ করো।

আসবে ছুটে তোমার কাছে
দিবে দেখা গোপনে তে
দিনরাত্রি জপতে থাকো
সৃষ্টি তুমি কোথায় আছো।

করতে যেন পারি আমি
ঈশ্বরের গুণগান
হাতে করি কাজ
মুখে বলাবো তোমার নাম।

কেউ আসতে পারবে না
আমায় প্রতিহত করতে কোন দিন।।

তারিখ:১৮-০৪-২০২২
সময়: রাত্রি ২:৪৫ টায়
দিনাজপুর