খালে বিলে মাছ
খাবে দুটো ভাত
মাছ ভাত খেতে মজা
খালে যদি পাই মাছ।

বাঙালি খায় পেট পুরে
ভাত খেতে সবজি লাগে
যদি থাকে মাছ
খেতে বড়ই সুস্বাদু।

হারিয়ে গেছে খাল বিল
মরে গেছে নদী
মাছ নিয়ে হাহাকার
খাই একটু কম ভাত।

সুখ গেছে চলে
ফিরবে আবার কবে?

তারিখ: ১৮-০১-২০২৩
সময়: সকাল ১১:০০ টায়
দিনাজপুর।