ঘি আছে পাতে
মজা আছে ভাতে
ঘি খাবারের শ্রেষ্ঠ উপাদান
ঘি ভাত খেতে খুব মজা।

দুধ থেকে ঘি
দুধে আছে প্রোটিন
ঘি আছে আরো বেশি প্রোটিন
চড়া দামে কিনে খেলে
তাও শরীরে পুষ্টি পাবে।

পুষ্টি নাই
শরীর যাবে খসে খসে।।

তারিখ: ০৭-১০-২০২২
সময়: সকাল ১১:০০ টায়