ধন দেবীর পূজা
লক্ষ্মী দেবী ধন সম্পদ দিয়ে থাকে
আর এই ধন শস্য ভান্ডার থেকে
জীব খেয়ে বাঁচে।

লক্ষ্মীকে পূজিত করলে
ধন দেয় কাড়ি কাড়ি
তাঁকে পেতে হলে..!!
গৃহে অনেক আচারে থাকতে হয়।

না হলে দেবী গোপনে
কোথায় চলে যায়
তাই শুদ্ধ থাকা প্রয়োজন।।

তারিখ:০৭-১০-২০২২
সময়: রাত্রি ৪:০০ টায়
দিনাজপুর।