ভাষা আনতে যেয়ে
জীবন দিয়েছে শহীদ হয়েছে
আজও আছে তারা
মাটির সাথে মিশিয়ে।

একুশে ফেব্রুয়ারি আসবে
আবার ফুলের বেদিতে
শুনবে কথা ভাষার কথা
ঝড়বে তাদের চোখের অশ্রু।

কাঁদবে সবাই ডুকরে উঠে
ভাববে কি পৃথিবী নিষ্ঠুরতায় ভরা
ভাষার জন্য জীবন দিতে হলো
খালি হয়ে গেলো,
যত মায়ের বুক খানি;
মা মোদের বেঁচে আছে
একুশে মায়ের কান্না শুনতে পাই।।

রচনাকাল:০৩-০১-২০২১
সময়: রাত্রি ৮:১৫ টায়
দিনাজপুর