মশার কামড়
বিষের কামড়
কামড় দেয় গায়ে
চোখ দুটিতে জোনাক জ্বলে।

দেখতে থাকে রাত্রি দিনে
মানুষ দেখলে বুঝতে পারে
উড়ে পড়ে গায়ে
কামড় বসায় রক্ত চুষে।

এরপরতে ক্ষান্ত
হাতের তালুতে মারতে গিয়ে
পালায় দূরে গিয়ে
যখন তখন জন্ম হয়
রাশি রাশি কীট।।

তারিখ:০৫-০৮-২০২২
সময়: রাত্রি ৩:৩০ টায়
দিনাজপুর।