জীবন নিয়ে চলে যায়
আর কি খুঁজে পাওয়া যায়
খুঁজে খুঁজে আপন হয়
যে নিরুদ্দেশ।

পৃথিবীর যত আয়তন আছে
খুঁজে করে শেষ
আর নাই খোঁজার জায়গা
বসে পড়ে বৃক্ষের ছায়ায়।

ভাবে বসে আর কোথায় যাবো
খুঁজে করলাম শেষ
দেহ তাঁর মলিন হয়েছে
অনাহারে কেটেছে অনেকদিন।

বসে বসে উপায় খুঁজতে থাকে
এমন সময় মুনিঋষি এসে বলে
কোথায় তোমার বাড়ি ঘর..?
দেহ কেন এত ভেঙে পড়েছে।

আপন আমার কোথায় গেছে..?
খুঁজতে বাহির হয়েছি
সৃষ্টিকর্তা মৃত্যু করে
কোথায় নিয়ে গেছে।

তাই যে আমি গোটা
পৃথিবীটা ভ্রমণ করে
এখানে এসেছি
বৃক্ষের তলায় বসে আছি।

ক্ষুধায় আমার প্রাণ যাবে
ফিরবো কি আর বাড়িতে
আমার সাথে চলো
মহেশপুরের চৌধুরী বাড়িতে
নিমন্ত্রণ রয়েছে।

ওখানে হবে তোমার আমার
ভোজের খাওয়া দাওয়া
তারপরে তে বুঝাবো তোমায়
মৃত্যু হলে আর আসে না
থাকে পরপারে।

তোমায় আমি পৌঁছে দিবো
আপন পৈতৃক বাড়ি
সুখে দুঃখে কাল কাটাবে
থাকবে তুমি এই জগতে।

তারপরে তে ডাক আসিবে
আপন ছেড়ে চলে যাবে
তোমায় আবার তোমার মতো
খুঁজে বেড়াবে,
মানবজীবনে চলতে থাকে;
ঘোর অন্ধকার।।

রচনা কাল: ০৭-১২-২০২০
সময়: দুপুর ২:২০ টায়
দিনাজপুর।