পাহাড়ের ঝরনাটা
করে দেয় বন্যা
বন্যার টলমলে ভাসে বাড়ি
ভাসে জীব।

দাঁড়াবার ঠাঁই নাই
কোথায় গিয়ে দাঁড়াবে
সব হয় তছনছ
ডুবে গিয়ে একাকার।

হাহাকার প্রাণ যায় অনাহারে
কোথায় মিলবে মুখের আহার
সবাই আছে একই স্থানে
কে আসবে কে দিবে।

কোথায় থেকে আনবে
শস্য দানা আছে তারা
ডুবে ডুবে নিচেতে
ভয়াবহ বন্যা,
করে দেয় সব শেষ।

জেগে উঠবে মাটি
হবে আবার খাঁটি।।

তারিখ: ২৯-০৬-২০২২
সময়: দুপুর ১:২৫ টায়
দিনাজপুর ‌।