প্রতিক্ষণ সারাক্ষণ
ভাবি বসে পিতা-মাতা
আছে তাঁরা কোন সে দেশে
খুঁজে পাই না সারাক্ষণ।

খুঁজি আমি মনে মনে
এত খুঁজি পাইনা কেন..?
উঁকি দেই ঘরে ঘরে
শূন্য ঘর পড়ে আছে।

সাড়া নাই কোন দিকে
কোথায় যাবো উড়ে আমি
দেখতে পাবো আপনারে
যতদিন বেঁচে আছি।

খুঁজে পাওয়া যাবে কি.?
আশা আছে মনে মনে
পাবো আমি একদিন
যেদিন যাবো পরপারে।

হবে দেখা সাথে সাথে
বুঝে যাবো সবকিছু
মুখে থাকবে না
আর বলার ভাষা।

তারিখ:১২-১২-২০২১
সময়: দুপুর ০৩:০০ টায়
দিনাজপুর