রাখাল চায় গরু
কৃষক চায় মাটি
রাখালের কাজ গরু চড়ানো
কৃষকের কাজ মাটিতে ফসল ফলানো।

জেলে চায় জলাশয়
মাছ ধরবে;
জালটি ফেলে..!!
মাঝি চায় নৌকা।

তরী বাইবে করবে পারাপার
গৃহিণী থাকে রান্না ঘরে
গৃহকর্তা বাহিরে বাহিরে
কর্মভাগ পেশা ভাগ,
নিয়েছে সবাই নিজের মতো।

দুনিয়ার নিয়মটা
তাই হয়ে থাকে..!!
এমনটা।।

তারিখ:২২-০৮-২০২২
সময়: দুপুর ২:০০ টায়
দিনাজপুর।