শেষ চিঠিটি আর
কোনদিনও চিঠি পাঠাবে না
দিয়েছে আপনজনকে
কি যে লেখেছে..?
কত সুখ দুঃখ বিরহ ব্যাথা
কত‌ দোষ ক্ষমা।

কত যে লিখে পাঠিয়েছে
এক টুকরো কাগজে
পাবে চিঠি হাতে
পড়বে পাঠক চোখের অশ্রু
ধরে রাখতে পারবে কি?

অজানা এক চিঠি
কি আছে তাতে..?
সে যে কি ভাবছে
এই তাঁর শেষ চিঠি
বুঝতে পারছে বোধ হয়।

তাঁর দিন ঘনিয়ে এসেছে
আর থাকবে না
তাই চিঠিতে সব মনের কথা
ব্যক্ত করে চির বিদায়
নিতে চেয়েছে।

করুণ এই চিঠিখানা
চিরদিন আঁকড়ে ধরে
তুষের অনলে জ্বলবে কি..?
চিঠিটা তাঁকে কত ব্যাকুল করেছে।

কে জানে কত বেদনা দিয়েছে
কত মর্মাহত করেছে
তাই যদি হয় তবে..!
ঝরবে মুকুলের মতো
অশ্রু রাশি রাশি।

শিশিরের বিন্দু ফোঁটা ফোঁটা
জল দিয়ে গড়বে
কি সাগর সমান..?
অশ্রু জল কেন..?
দুঃখ যখন ধাক্কায়
ঝরে ঝরে পড়ে
অশ্রু রাশি রাশি।

সুখে চোখ জুড়ায়
দুঃখে চোখ ঝরে ঝরে
পড়তে থাকে।।

তারিখ: ২৩-১২-২০২১
সময়: সন্ধ্যা ০৬:০০ টায়
দিনাজপুর।