ভালো থাকো আষাঢ
কেন করো এতো রাগ
বর্ষা বর্ষা করি আমি শেষটা
সারাদিন ঝর ঝর টপটপ
করে দেই পৃথিবীটা।

রাগ যদি লেগে থাকে
কি করি আমি তাই
তারা দেয় মেঘেরা
দোষ হয় আষাঢ়ের।

নাম কিন্তু আষাঢ়
বর্ষা হয় বারবার।।

তারিখ: ১৭-০৬-২০২২
সময়: দুপুর ৩:২০ টায়
দিনাজপুর।