ভাতের মাস অগ্রহায়ণ মাস
ভাত আনে বারো মাস
অগ্রহায়ণের ধানে চলে
গোটা বারো মাস।

অগ্রহায়ণে ভাত আনে
পৌষে শীত আনে
মাঘে আনে তীব্র শীত
ফাল্গুনে আনে বসন্ত ।

চৈত্র আনে ঝাঁঝালো বাতাস
বৈশাখ আনে ঝড়ের তুফান
জ্যৈষ্ঠ আনে পাকা আম।

আষাঢ়ে বাদল
আনে শ্রাবণ ভরা স্রোত
ভাদ্রে বাণ..!!
আশ্বিনে আসে দশভুজা দূর্গা।

কার্তিকে কালী
এই‌ নিয়ে বারমাস
আসে যায় বারবার।

তারিখ: ১৩-১২-২০২৩
সময়: রাত্রি ৮:০০ টায়
দিনাজপুর।