ভেসে যাচ্ছে পৃথিবী
হাসছে মানুষ অনেকটা
শ্রাবণে দিচ্ছে জল
তাই হাসছে অনর্গল।

আষাঢ়ে অনাবৃষ্টি
মনটা ছিল রাগান্বিত
শ্রাবণে মিলছে আশা
সব ভুলিছে করছে আশা।

করে দয়া মেঘে
বৃষ্টি আনে মেপে মেপে
মেঘের আড়ালে বসে থাকো
চুপি চুপি দেখতে থাকো।

কিভাবে আনে বৃষ্টি
দেখে দেখে শিখে নাও
ভবিষ্যতে মেঘের মতো
আনবে বৃষ্টি এই ধরা তল।

তারিখ:২৪-০৭-২০২২
সময়: সন্ধ্যা ০৭:০০ টায়
দিনাজপুর।