তোমার চশমায় আড়াল করা চোখগুলো
দেখিনা কয়েক যুগ,
তোমার বাঁকা দাঁতের
মায়া জড়ানো হাসিগুলোও দেখিনা।
হাসলে তোমার চোখে ছোটো হয়ে আসা
কিংবা তোমার লেখা গান!
কিছুই আমার সামনে নাই!
তবুও কত স্পষ্ট তোমার প্রতিচ্ছবি আমার স্বপ্নে।
কত কাছ থেকে তোমার কপোলের পশম
আমি দেখতে পাই!
তোমার সেই ছুঁয়ে দেখাগুলো স্বপ্নে কত তীব্র!
যে অসম্পূর্ণ কথা বলা হয়নি,
স্বপ্নে কত নিরদ্বিধায় বলে দিলে ভালোবাসি!