মাগো,
ভালো আছো? জানি হয়না দেখা কতদিন,
আজ বাংলার আকাশ কতই না রঙিন।
কাঁদছো কেনো ঘুমিয়ে আছি ছ'যুগ ধরে তাই!
কে বলেছে চুপটি আছি, ফিরিয়ে দিইনি ঋণ?


৯৫ এর সেদিন ভুলিনা মা জানো!
স্মৃতির সাক্ষী আমগাছ'টি কেনো কাটা হলো?
অশ্রুতে কবর ভিজলো,ত্যাগ কি হলো মাটি!
হঠাৎ করে খবর এলো, এই দেশের ভাষাই খাঁটি।


বিশ্বব্যাপী পালন হলো সেই বিশেষ দিন,
তোমার ছেলের লাল-রক্ত আর বৃথা যায়নি ঋণ।
দেখো মা, সবার মুখে "বাংলা" কেমন মানায়,
প্রেমিক তার মনের কথা প্রেমিকা'কে জানায়।
অভিমানে মাখা শব্দগুলো অনুবাদে হলো ব্যর্থ
এই ভাষার গভীরতা সব ভাষা'কে হারায়!


যত্ন করে রাখতে বলো, এই ভাষা বড়ই দামী।
যে ভাষার জন্য প্রাণ দিয়েছি আমরা আর আমি।
যেনো বিকৃত না হয় এই ভাষা কোনো মিশ্রণে
বাঁচলে ভাষা,অমর হবো, বেঁচে থাকবো এই ভুবনে।