আত্মপ্রকাশ
——————মিশুক সেলিম


মিশুক বলছি, আমি দূরের কেউ নই,
আমার গায়ের রং সবুজ, হৃদয় লাল-
রক্তাক্ত লাল।
দাদা বাড়ী চাকুলিয়া , নানা কলাতিয়ায় ,
জন্মেছি অনেক দিন, আত্মপ্রকাশ আজ।


দেশ-কাল ছাড়িয়ে, সময়ের সীমানা পেরিয়ে
হৃদয়হীনার হৃদয় ভেদ করে
আমি ‘নীলক্ষেত’ থেকে-
নিউইয়র্কে,
তোমাদের ঐ বিকৃত ইতিহাসের পাতায়
এঁকে দিতে অ-বিকৃত চিহ্ন ।


আমি থাকব যুগ যুগ ধরে,
কবিতার হাত ধরে-
যতদিন না-
“সভ্যতার আড়ালের অসভ্য-পৃথিবী,
মানব-সেবায় লিপ্ত হবে।”