ভোর হতে না হতেই অসংখ্য মানুষের মিছিল,
দুঃখীনীর অশ্রুবিন্দু যেন ভোরের শিশির ।
রাস্তার ধারে অর্ধনগ্ন মা,
দূর হতে ভেসে আসা স্লোগান-
স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো ।


ও-দিকে এক দুর্দান্ত মুক্তিযোদ্ধা
তার যৌবনের সোনালি দিনগুলি খুয়ে,
সংসার আর বেকারত্বের বোঝা মাথায় নিয়ে,
বিড়বিড় করে বলছে এর জন্য যুদ্ধ করিনি ।


আমার বুকের গভীরের যন্ত্রণাগুলি
সহসা মুক্তি পেয়ে ছড়িয়ে পড়বে পৃথিবীর সমস্ত শহরময়।
তবেই আমার সুখ, তবেই আমার শান্তি।