আমি মুক্তি বলছি:
পৃথিবীর নোংরা রূপটাকে পাশ কাটিয়ে
পেট্রোল বোমা উপেক্ষা করে,
নিয়মিত অফিস করছি।


প্রায় প্রতিদিনই আদর করার ছলে
একটি অবাঞ্ছিত হাত আমাকে স্পর্শ করে,
পড়ন্ত বিকেলে আমি দোয়েল চত্বরে,
কিছু হায়েনা আমাকে তাড়া করে ফিরে ।


ক্লান্ত আমি মেঘের মধ্য দিয়ে বাসায় ফিরি
মশার ভয়ে মশারির তলে লুকিয়ে থাকি,
সেখানেও নেই যে কোন শান্তি ।
সার্টিফিকেটধারী নেশা ভরা দুটি চোখ
শকুনের মত তাকিয়ে থাকে,
ফিসফিস করে অনবরত বলতে থাকে,
“ঘুমিয়ে গেছ নাকি?”


তারপর আমি ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত
নিজেকে বড় বেশি অবহেলিত লাগে,
মাঝে মাঝে নিকাহ নামার দিকে
অপলক দৃষ্টিতে থাকি তাকিয়ে ।


আজকাল অন্ধকার আমি ভয় পাইনা
এমনকি শূন্যতা অথবা হায়েনা,
বড় ভয় হয় মানুষকে আর মনুষত্বকে ।
শিরায় শিরায় অনাগতের অস্তিত্ব টের পাই
তারপরও প্রতিদিনই নিয়ম করে অফিসে যাই!