এ জীবন নয়, বর্ণাঢ্য আয়োজন
শত সমাহারের মাঝেও অসহায়ত্ব বোধ ।
আজ আমি নির্বান্ধব, নিরাত্মীয়, নিঃসঙ্গ,
একবিংশ শতাব্দীর শুরুতেও আমি
নিরাশ্রয়, ছিন্ন মূল, এ এক গভীরতম সত্য ।


পেট্রোল বোমার আঘাতে
আমি আজ ক্ষতবিক্ষত, রক্তাক্ত,
জীবনের গভীরতম সত্যের সন্ধান চাই ।


মন হয়ে পড়েছে নিঃসাড়, নিস্তেজ
শক্তিমানের বেড়েছে শক্তি ,
দুর্বল হয়ে পড়েছে দুর্বলতর,
চোখের সামনে স্বপ্নভঙ্গের মর্মান্তিক চিত্র
এ যেন মানব সভ্যতার নিষ্ঠুর বাস্তবতা ।