হে দরিদ্র,
আমি তোমার দুষ্ট চক্র ভাঙার নিপুণ কারিগর
তোমার মূলোৎপাটনে বদ্ধ পরিকর।
আত্মবিশ্বাস, সততা আর কর্মস্পৃহাকে জিম্মি করে,
তোমার বেড়াজাল থেকে বেড়িয়ে আসার পথ,
-পৃথিবীকে বলে দেব॥
তোমার কষাঘাত থেকে মুক্ত করব-
অনাগত প্রজন্মকে।


বিদায়ের প্রাককালে,
আমি তোমায় ¯স্নিগ্ধ উপত্যকা দেব,
প্রাচীন উদ্যান কিংবা ঝলমলে টিলা দেব,
ক্লান্ত শ্রমিকের ঘাম দেব,
দেশ ত্যাগের অনুমতি দেব,
বন্ধু আমার, আকাশের ওপারে
রাজ প্রাসাদ দেব।


অবাধ্য হলে টুকরো টুকরো করে
কেটে ফেলব আমার প্রাপ্তি,
যতদিন না হয় বাংলার মুক্তি ॥


মেধা স্বাধীনতা, সম্পদের সমন্বয় ঘটিয়ে,
প্রতিভা আর চাহিদার বন্ধুত্ব পাতিয়ে,
বিদায় নেব পৃথিবী থেকে।


আমি আবার আসব,
-ক্ষুধার্ত শিশুর খাবার হয়ে,
দারিদ্র মুক্তির স্বপ্নদ্রষ্টা হয়ে,
কিংবা অপ্রতিরোধ্য শক্তি নিয়ে,
আমি আসব, আবার আসব
তোমারই মাঝে জন্ম নিয়ে আসব।