তোমাকে ভালোবেসে বুকের কোণে
যে ক্ষতটা সৃষ্টি হলো, হ্যাঁ জানি,...
তা কোন দিনও মুছে যাবে না,
বরং ভয় আছে প্রচুর জীবন হরণকারী
দুরারোগ্য ব্যাধি হয়ে আত্মপ্রকাশ করার ।


একদিন আমার যন্ত্রনাগুলি যদি সহসা
বুকের গভীর থেকে মুক্তি পেয়ে
ছড়িয়ে পরে বাংলার আকাশময়
-ঘাসের ডগায় ডগায়,
বিন্দু বিন্দু শিশির হয়ে ।
যদি মধ্যরাতে দানব ট্রাকের
বীভৎস হুইসেল হয়ে কেঁদে উঠে,
তবেই আমার শান্তি, আমার মুক্তি ।


তোমাকে কোন দোষ দেবার
সাহস আমার নেই ,কারণ
-দোষী তুমি নও ,
তুমি সদ্য ফোটা গোলাপ যেন ।
তোমাকে ধরতে এসে কেউ
যদি আঘাতে ক্ষত বিক্ষত হয়,
তোমার কিছু এসে যায় না,
আমি সে কথা বুঝি ।


একদা আমিইতো তোমায়
পার্বতী হতে বলেছিলাম
সত্যি সত্যি তুমি কথা রাখলে,
এবার আমার দেবদাস হয়ে
-মরে যাবার পালা,
তাহলে একটা নাটকের চুড়ান্ত
পরিসমাপ্তি ঘটতে পারে ।