অতঃপর সবুজের সমারোহে সোনালী সূর্য.
একটি নাম বাংলাদেশ আর একটি মানচিত্র।
কোনো এক অসভ্য যন্ত্রণা আমাকে
তাড়া করে ফিরে প্রতিনিয়ত ।
শিরায় শিরায় পাক-হানাদারের অস্তিত্ব,
এমনকি উপ-শিরায় লোহিত রক্ত কণিকায় ।
নিজেকে মনে হয় চোরাগলির আঁধার,
সিদ্ধান্তহীনতায় ভুগি বারংবার ।
ঢামেকের বারান্দায় পায়চারি করি ,
সদ্য ভূমিষ্টের মতো চিৎকার করে কাঁদি,
কখনো ভাবলেশহীন দাঁড়িয়ে থাকি ।


আজ আমি বৃদ্ধাশ্রমের চার দেয়ালে বন্দী।
প্রার্থনা করি ভালো থেকো বাংলাদেশ
ভালো থেকো আমার রক্তে মাংসে গড়া
অনাকাঙ্খিত অফুরন্ত ভালোলাগা