নিবিড় নীরবতায় বসে থাকি রাতভর
অবিরাম ধারায় গড়িয়ে পড়ে চোখের জল
শব্দহীন স্যালাইনের ফোঁটা পড়ে টপ টপ ।
সেকি এক স্বার্থপরতায় বাবাকে জড়িয়ে
বলেছিলাম তোমাকে বাঁচতেই হবে ।


তীব্র যন্ত্রনায় কাতর অসহায় বাবা
চলে যায় অদ্ভুত এক শূন্যতার পথে,
রক্ত মাংসহীন মায়াবী দেহখানি রয়ে
যায় পৃথিবীর মাঝে ক্ষণিকের তরে,
স্বর্গীয় অনুভুতিগুলো থাকে অগোচরে ।


আমি জীবন আর মৃত্যুর দুরত্ব মাপি
চিৎকার করে কাঁদি, বার বার কাঁদি ।
অনন্ত একাকী যাত্রায় বাবাহীন বেঁচে থাকি।