ভেসে উঠে বাংলার মুখখানি
----------------------মিশুক সেলিম


ভীষণভাবে চমকে দেয়ার প্রত্যাশায় প্রায় প্রতিদিনই
নিয়ম করে ক্যালেন্ডারের পাতায় অবিকৃত চিহ্ন আঁকি,
মাঝে মাঝে মনে হয় মধ্যযুগীয় হিংস্রতায় মেতে উঠি।


বুক চিড়ে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসগুলো তীব্র যন্ত্রনায়
ছটফট করে বরফমাখা জল যখনই স্পর্শ করতে চায়,
স্মৃতির পাতায় ভেসে উঠে সোনালি রঙের ধান ক্ষেত,
স্বপ্নে দেখা রাজকন্যার মতো আমার দেশ, প্রিয় স্বদেশ।


অনাহারি কৃষকের ঘামে ভেজা শরীর, মায়ের বকুনি,
দক্ষ শিল্পীর তুলিতে আঁকা ঘন সবুজের জীবন্ত ছবি,
এক লাজুক প্রিয়ার ঠোঁটে লেগে থাকা দুষ্টুমির হাসি,
মনে পড়ে জোসনায় ভেসে যাওয়া রাতের বংশী নদী,
সুজলা সুফলা শ্যামল বাংলার হাস্যোজ্জ্বল মুখখানি।