ধারালো বটির নির্মমতায় ফালি ফালি করে কেটে
পান্তার উপর ছড়িয়ে দেব আজ রূপালী ইলিশ,
ভালবাসা দাও, নইলে জনতার কাছে দেব নালিশ,
সবুজের বুকে গোলাপের পাপড়ি ছড়িয়ে বল ভালবাসি,
নির্ভার আনন্দে মেতে বলব আজীবন তোমারই আছি।


চন্দ্রমল্লিকা নইলে ফিরিয়ে দাও আমার দূরন্ত শৈশব,
তোমার বুকের মধ্যে লুকানো ঘামেভেজা বিবর্ণ চিঠি,
আকাশস্পর্শী স্বপ্ন রূপালী দুপুর আলোক উজ্জ্বল পৃথিবী,
কর্ণফুলীর উত্তাল স্রোতের মতো মিশে যাও হৃদয়সাগরে,
নখের আঁচড় বিহীন তৃষ্ণার্ত লোমশ বুকের গভিরে,
তুমি থাকবে নাম নাজানা অজস্র বুনোফুলের ভিড়ে,
আমার প্রিয় পদ্ম হয়ে তৃষ্ণার্ত হৃদয়ের গহিনে।


হৃদয় থেকে কিছুটা রক্তিমআভা আমি তোমায় দেব,
তারুণ্যের উন্মাদনায় আমি রাঙিয়ে দেব তোমার সর্বাঙ্গ
মৃদু হেসে বলবে পৃথিবী এইদ্যাখো ভালবাসার দৃষ্টান্ত।
নিউইর্য়ক , এপ্রিল ২০১৬