নীল রঙে লিখব তোমার নাম
===================মিশুক সেলিম
আমি ভোরের আলোয় অব্যক্ত যন্ত্রণার অস্ফুট চাপা শব্দ,
গলির মোড়ে সিগারেট হাতে অকারণে তুমি অপেক্ষারত।
আমি তোমার অহরহ স্পর্শ করার মতো অদৃশ্য দুরত্ব,
স্বপ্নের মতো অবিশ্বাস্য সুন্দর উপত্যকায় তুমি থাকো,
সূর্যালোকে ঝলমলে শিশির বিন্দুর মতো আমার চাওয়া
আজও হয়নি মমতা মিশিয়ে তোমার হৃদয়ে দাগ কাটা।


একদিন তুমি ঝড়ের বেগে ছুটে এসে আমাকে আলিঙ্গনে
জড়িয়ে বলবে " ভীষণ ভালোবাসি",লজ্জায় শিহরে উঠে
লুকিয়ে থাকবো তোমার বুকের কোণে আমি সর্বনাশী।


লজ্জাবতী নারীর মতো গুটিয়ে ফিস্ ফিস্ করে বলবো
এতোদিন কোথায় ছিলে ? নির্জলা প্রশান্তিতে ভরবে মন,
অফুরন্ত স্তব্ধ শীতল দৃষ্টিতে আমি চেয়ে থাকবো প্রতিক্ষণ।


বৃদ্ধ নারীর কেশরাশির মতো সাদা ফুলের অজস্র সম্ভারে
বিশাল পাথরের গায়ে নীল রঙে লিখব তোমার নাম,
জোসনায় ভেসে যাবে পৃথিবী, ফিক করে হাসবো আমি।
উজ্জ্বল আলোতে সুদর্শন চন্দ্রকে দেখে আপ্লুত হবে যখনই
নিঃশর্ত পরম মমতায় জড়িয়ে বলবো আমিও ভালোবাসি