আর একটু আড়মোড়াময় ঘুম দিয়ে উঠি,
আর একটু পর ঘুম থেকে উঠি;
আর একটু তোমার কথা না হয় ভাবি!
প্রথম যখন তোমায় দেখেছিলাম, সে কথা ভাবি-
তোমার খোলা চুলে উড়িয়ে দিচ্ছিল শহরের মেঘ বন
ফর্সা গালে লাজুকতা ছুঁয়েছিলে আমার মন ।
সেদিন লেপটে যাওয়া কাজল চোখ রেখেছিলে চোখে
ভালোবাসা পারলে তো আমায় রোখে !
তোমার কম্পিত কণ্ঠ ভালোবাসার আড়াল
রাগ ভরা মেজাজ জানান দেয় আবেগ ভরাল ।
সেদিন অস্পৃষ্ট হাত রেখেছিলে এই হাতে
মনের কথা আমার হৃদয়ে জানাতে !
আর একটু আড়মোড়াময় ঘুম দিয়ে উঠি,
আর একটু পর ঘুম থেকে উঠি;
আর একটু তোমার কথা না হয় ভাবি!
প্রথম যখন তোমায় দেখেছিলাম, সে কথা ভাবি।