বৃষ্টির অপেক্ষা, আমার জানালায়; তুমি উড়
কাক পাগল, আমার স্বপ্নে; তুমি পড়।


হাওয়াকে কখন'ও দেখেছ আকাশ ছুঁতে
মানুষকে কখন'ও দেখেছ নিঝুম ভূতে
তবুও হাজারো তারা তোমার শাড়ির আঁচলে
পাখির গানের তাল গ্রামোফোনের কলে


এদিকে এসো, না থাক; তুমি উড়
বিকেলের মিষ্টি আলো, আমার গলি'র পথে; তুমি পড়।