যখন তাকে জিজ্ঞেস করতাম- কেমন আছেন?
সে বলত সে ভালো আছেন
কিন্তু কেমন,
কেমন ছিল সে ভালো থাকার ধরন?


সাত রঙের পরশ আঁকার মত
নাকি, ছুট বাতাসের এলো মাখার মত?


বিস্তীর্ণ সবুজ চরণভুমি'র কোণে ও দেখা পাহাড়ের মত
নাকি সাদা'য় ঢেকে যাওয়া ধূসর মাঠের গানের মত?


বয়ে চলা হঠাৎ দেখা ঝর্ণার মত
নাকি ভেজা আবহাওয়ার নীরব শান্তির কথার মত?


অন্ধকারের জোনাকি-নক্ষত্রের মত
নাকি জীবন যাত্রা'র মেঘপুঞ্জের মত?


বলবে কি সে আমায়
থাকব কি সে আশায়?