ভারি নিশ্বাস কি বোকা!
হাজারো কশাঘাতের ভার বহন করে
তবুও অপেক্ষা করে এক, দুই, তিন...... করে
অপেক্ষার শেষ সময় পর্যন্ত, মহাকাল পর্যন্ত।
আসলেই ভারি নিশ্বাস কি বোকা, তাই না?
বাস্তবতা মেনে নিয়ে প্রতিদিন পূর্ব আকাশে সূর্য দেখে
আবার কল্পনায়, গভীর অন্ধকারে অপেক্ষা করে
এক, দুই, তিন...... করে
আবার স্বপ্ন দেখে কান্ত হয়ে
ভার বহন করতে নিজেকে সাজিয়ে নেয় চুড়ি পরে ।


ভারি নিশ্বাস কি বোকা!
হাজারো ভালোলাগায় খুজে ফেরে ভালোবাসা
অতি নগ্ন পায়ে, চুপটি করে
জেনেও যে, ভার বহন করা তার নির্ধারন;
তবুও এক পা পিছিয়ে
কাওকে না, কাওকে ধন্যবাদ দিয়ে
আবার প্রতি গভীর রাতের মতো অজনা স্বপ্ন দেখে
এক, দুই, তিন ...... করে ।
ঘুম ভেঙ্গে ছটফট করে,
তবুও বুঝে না
ভারি নিশ্বাস কি বোকা!


ভারি নিশ্বাস কি বোকা!
যখন বুঝে আমি কিছুই না
শুধু চেয়ে থাকা আর হারানো বধির
তখনও অপেক্ষা করে
এক, দুই, তিন...... করে
ভুলে করে, তবুও শুদ্ধ করে নিতে পারে না
বুঝেও বুঝতে পারে না
যে কপালে সব ওজন তার
তাই ভিন্ন কন্ঠে কেউ বললেও শুনে না, জেদ ধরে।
ভারি নিশ্বাস কি বোকা!


........................ শেষ ..................