তোমার চশমার পিছনে মায়াবীনী চোখ জোড়া
আর কতো শাস্তি দিবে?
পশ্চিমের শেষ অলোয়
পূর্বের প্রথম আলোয়
মায়াবীনী চোখে আর কতো দংশন করবে?
মন কাদে, আর কতো কাদাবে?
প্রিয়তা, এতো বড় পাপী আমি?
আর কতো দূরে রাখবে?
সমুদ্রের নীল তরঙ্গ ভেলায় আর কতো ভাসাবে?
আনন্দ উৎসবে আর কতো দূরে থাকবে?
প্রিয়তা আর কতো শাস্তি দিবে?
চৈত্রের তীব্রতায় আর কতো পোড়াবে?
বৃষ্টির ঝাপটায় আর কতো তৃষ্টা বাড়াবে?
প্রিয়তা, আর কতো শাস্তি দিবে?
তোমার চোখের মায়ায়, আর কতো ডোবাবে?
আর কতো শাস্তি দিবে?