অন্ধকারে তার হাত ধরে হেঁটেছিলাম
স্বপ্ন আর বাস্তব ছিল খুব কাছের
একটু একটু পথ, একটু একটু মায়ার রথ;
এগিয়ে যাচ্ছিলাম, আর ভাবছিলাম-
জীবনের শ্রেষ্ঠ অন্ধকার যেন এই জ্যোৎস্নার
এই হাত ধরে হেটে যাওয়া যেন তৃষ্ণার পথ।
তুমি ছিলে নীরব, আমি ছিলাম সরব
তবুও কথার মাঝে ছিল কিছু নগর
সাক্ষী যেন তারা'ই, আমার'ই হৃদয়ের মত সাড়া
তবুও কথার মাঝে উড়ছিল ভালোলাগা
আর অন্ধকার ফুটে, স্বপ্ন ভেঙে বাস্তবে বলছিল, যেন কারা-
ভালোবাসা, ভালোবাসা।