একটি সত্যিকারের ভালোবাসা কেন যেন খুঁজছি
শত সমাজের লজ্জা ছেড়ে
শত অর্থনৈতিক মান দণ্ড ছেড়ে
শুধু মাত্র আকাশ ভেঙে বৃষ্টিতে ভিজবে বলে
শুধু মাত্র ঢেউ ভেঙে বসন্ত ছড়িয়ে দিবে বলে
কথা দিয়ে কথা রেখে
এ শহর-পথ হেঁটে ধূলি মাখিয়ে রেখে
আসতে চেয়ে আসবে,
আমার বুক পকেটে জমিয়ে রাখা অসমাপ্ত চিঠি পড়বে
এমনটি খুঁজছি ।


আজ’ও খুঁজছি
হাজার মন পেয়ে, না পেয়ে, তার মাঝে খুঁজছি
পাবো না জেনে’ও বেসামাল হয়ে খুঁজছি
গভীর রাতে নিঃশব্দ ভয় জাগানো গলিতে খুঁজছি
দুষ্ট ঘড়ির টিক টিক শব্দের মধ্যে খুঁজছি
কোথাও কোথাও নিয়তি ভালো লাগে না সেখানে’ও খুঁজছি
খুঁজে চলি অনন্ত পথে, চলন্ত পথে খুঁজছি
সর্বশেষ অসমাপ্ত কবিতার পাতা’তেও খুঁজছি ।


তবু মন অজানা বেলায় রেখে হাতড়ে হাতড়ে খুঁজছি
না পেয়ে, থেমে, আবার খুঁজছি ।