আমাদের একটাই স্বপ্ন ছিল
ভালোবাসা
বাকি সব ছিল নিম গাছ, তেঁতুল গাছ
সে সব গাছে ভূত ছিল
আমরা ভূত দেখে ভয় পেতাম
ভয় পেতাম ঠিকই,
কিন্তু আমাদের অনেক তেঁতুল প্রীতি ছিল
কেননা আমরা ফুচকা ভালোবাসতাম
প্লেটে'র পর প্লেট ফুচকা খেতাম
ফুচকা মামা বলত- আরো দিব?
আমরা নিষেধ করতাম
কারণ আমাদের তাড়া থাকত
আমরা মাইলে'র পর মাইল হেটে যেতাম
হাতে হাত রেখে মনের ভাব বুনতাম
সাদা কালো থেকে তা রঙিন করতাম
এভাবে চলত ভূত দেখা না পর্যন্ত
তবে ভূত গুলো খারাপ ছিল
তাই আমরা ভূত দেখে ভয় পেতাম
তবে সাদা কালো আমাদের ভালো লাগত
আমরা সে সব, সব রঙিন করতাম
রঙিন মন, রঙিন বন হত
সে বন ভূত ভয় পেত
কারণ রঙিন বন শুধু একটা কথাই ভাসাত
ভালোবাসি, ভালোবাসি।