প্রিয়তা,
আগে অনেক মিস করতে
এখন সব ধোয়াসা বার্তা
হৃদয়ের মরিচিকা গুলো কেমন শক্ত হয়ে লেগে আছে
আলোর নেশা গুলো কেমন যেন অন্ধকারে ছেয়ে গেছে।

প্রিয়তা
সকাল হয়েছে, ঘুম থেকে উঠো,
চারিদিকে তোমার জন্য নিবেদিত ভালোবাসা
একটু জলদি করে চোখ রগিয়ে উঠো
টাটকা বেলির শুভ্রতম এই ভালোবাসা
সকাল হয়েছে, দিবে না তোমার রাগের চিঠি?
যা পড়ে শেষ করবো পুরো নিশি ।

প্রিয়তা,
আমি অনেক বেশি ঘুমকাতুরে
তবুও তোমার অপেক্ষায় থাকি ভোরে
রাতের শেষ সময়ের ঘোরে
হয়তো মন খুলে বলবে সুরে
ভালোবাসি তোরে, শুধুই তোরে ।

প্রিয়তা
তোমার প্রতি মুগ্ধতা চিরকালের-
ক্লান্ত দুপুরের, গোলাপি বিকেলের
আচমকা তাকিয়ে চোখ বন্ধের
বর্ষার কদম সাদায়, শীতের সরিষা-হলুদের
আবেগের মধুর সপ্ত-রাঙার
বিশ্বাসী বিশ্বাসের

প্রিয়তা
তুমি কি ছিলে ঘামে ভেজা শহরে
আমাকেই চাও বলে হেটেছো খুব ভোরে
অনেক বিওফলেও তুমি ছিলে নীরবে
আজো আছো তেমনি চুপটি ভাবে
সাহসে
নীরসে

প্রিয়তা,
ভয় দেখিও না,
আমি ভয় পাই।
ভালোবেসো
কারন আমি ভালোবাসতে জানি।