চারিদিকে মেঘ টুকরো সাদা ভালোবাসা জড়ানো
আমি এক নীরব-নিস্তব্ধ আত্মা পাহাড়ের টিলায়
একা-একা ভাবছি উলট পালট স্বপ্ন
ভেজানো সবুজ মায়ায়
সে নীরবতা ভেঙ্গে জিজ্ঞেস করল
চা লাগবে?
ঝুঁকে পরাতে তার কিছু চুলের পালক কান গড়িয়ে পড়লো
আচমকা আমি হারিয়ে গেলাম বেলীর সৌরভে
তার চোখে কিছু একটা ছিল
গভীর খুব; খুব গভীর ছায়া
তার গোল মুখে ছিল হয়ত হেলা
আমি যেন খুঁজছি স্বর্গের মেলা
চারিদিকে তখন হঠাৎ বৃষ্টি
টুপ টুপ শব্দ যেন মাতাল-মাতলা
চা’র গরম তখন আমার আকাশ সৃষ্টি
তার হাতে পাওয়া কাপ’টা তখন আমার পাগলা।