যতো ভাবি দূরে সরে যাবো-অনেক দূরে
ততো দেখি লেগে যাই ফুল-কাটা হয়ে শাড়ির আঁচলে ।
এইতো শপথ করি, আর নয় তুমি
সেইতো ভেঙ্গে যায়, আজ আরো একটু থাকো তুমি ।
বহু দূরে শহরের শেষ মাথায় পালিয়ে
কেদে-কেটে ফিরে আসি তোমার আঙিনায় ।
এ কোন আমি ?
এ কোন তুমি ?
লেগে থাকি, আরো চেপে, সম্পর্কের কোন জালে
ঘোলা হওয়া জলের কূলে, নদীতে কাকড়াদের দলে
এগিয়ে যাই, কেন আমি ?
এগিয়ে আসো, কেন তুমি ?