সে যে শাড়ী'টা পড়েছিল-
তার রং'টা ছিলো কমলা ফলের খোসার মতো
আঁচল উড়ন্ত  রুদ্ধ দিগন্ত।
সে হেটে যাচ্ছিল-
আমার মনে হচ্ছিলো সেটা বিনিদ্র কফিশপ
নূপুর'টি গাইছিল যেন সুরের জপ।
সে একটি বার ভুল মাত্র তাকিয়েছিল-
মিসাইলের মতো লেগেছিল তার অনাথ রাগ
আজন্ম থেকে যাবে সেই শেষ দাগ।