মাঝে মাঝে আমি হারিয়ে যাই
আমার সেই কিশোর বেলার প্রথম একতরফা প্রেমে
যেখানে বনলতা ছিল না
কিন্তু তুমি ছিলে আমার শান্তির চারপাশে ।
তোমাকে দেখতাম অন্য চোখে
তুমি হেটে যেতে আড়াল মুখে।
কিশোর প্রেম বড় এক ঘেসা
নিভৃতে শুধু ভালোবাসা ।
বলার সাহস থাকত না,
কাওকে জানানোর ভরসা আসত না
চাওয়া ছিল শুধু- যদি আসতে,
ভুল করে মনের কথা গুলো যদি জানতে !
হারিয়েছি সব, জানা ছিল
হারাবো আবেগ, সেও জানা ছিল
হারিয়ে যায়
হারায় ।
আজ হয়ত তুমি সুখী
আজ হয়ত আমি সুখী
শুধু অসুখী প্রথম ভালোবাসা
এক তরফার সেই আবেগময় আশা।